নিজস্ব প্রতিবেদক
বাংলা নববর্ষকে বরণ করে রাঙামাটিতে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। সকালে শহরের পৌর চত্বর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা শহরের নিউ কোর্ট বিল্ডিং এলাকায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার,জেলা প্রশাসক মোশারফ হোসেন খান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা বর্ণিল পোশাক পড়ে অংশগ্রহণ করেন।
এদিকে পহেলা বৈশাখ উপলক্ষ্যে রাঙামাটি সেনা রিজিয়ন মাঠে লোকজ মেলার আয়োজন করেছে রাঙামাটি রিজিয়ন। এই মেলার বিভিন্ন স্টলে নানান পণ্যে বাঙালীর ঐতিহ্য তুলে ধরা হয়েছে। মেলার উদ্বোধন করেন রাঙামাটির রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এসইউপি এএফডব্লিউ সি পিএসসি। এইসময় বিভিন্ন জোনের জান অধিনায়করাও উপস্থিত ছিলেন।