নানিয়ারচর প্রতিনিধি
বাংলা নববর্ষ (১ বৈশাখ) বরণ উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।
এসময় উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাইয়ের শিল্পীদের পরিবেশনায় রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে।
উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মনোতোষ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের সম্মিল্লিত কন্ঠে জাতীয় সঙ্গীত এবং “এসো হে বৈশাখ এসো এসো” গান ২টি পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এরপর একে একে শিল্পীদের কন্ঠে বৈশাখের গান, বাউল গান, নৃত্য এবং লোকজ সঙ্গীত পরিবেশিত হয়।
পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিমুল এহসান খান এর সভাপতির বক্তব্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় সকলকে বৈশাখের শুভেচ্ছা জানান।