নিজস্ব প্রতিবেদক
‘বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক। এই সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে বাঙালি জাতির ঐতিহ্যকে বিশ্বের মাঝে তুলে ধরা হয়। এই সংস্কৃতি আমারদের পরিচয়। নিজের পরিচয় রক্ষায় এবং তা বিশ্বের মানুষের মাঝে তুলে ধরতে তা আমাদেরকে যথাযর্থ মর্যাদায় পালন করতে হবে।’
বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উৎযাপন উপলক্ষে রাঙামাটি সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া। রোববার(১৪ এপ্রিল) রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণে মুক্ত মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলা নববর্ষ উৎযাপন পরিষদ আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অনির্বাণ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা ও শিক্ষক পরিষদের সম্পাদক শান্তনু চাকমা।
আলোচনা সভার শেষে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এরআগে সকালে কলেজের মুক্ত মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে ফের মুক্ত মঞ্চে এসে শেষ হয়।