নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে অতিবৃষ্টিতে পাহাড় ধ্বসে একই পরিবারের শিশু সহ ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার দুপুর ১২ টার দিকে বাইশারী ইউনিয়নের ৯নং ওয়ার্ড করিম্যার ঝিরি এলাকার জসিম উদ্দিনের মাটির বাড়িতে পাহাড় ধ্বসে পড়ে এ ঘটনা ঘটে বলে ইউপি সদস্য আবু তাহের জানান।
তিনি আরো জানান, আহতরা হলেন- পাহাড় ধ্বসে করিমার ঝিরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী রোকসানা এবং তার আট ও ছয় বছর বয়সী কন্যা আনিকা ও জেসমিন এবং দেড় বছর বয়সী ছেলে শাহাজালাল। তাদেরকে উদ্ধার করে বাইশারী বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকা জনক অবস্থায় জসিম উদ্দিনের স্ত্রী রোকসানা বেগমকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম জানান, টানা বৃষ্টি হওয়ায় পাহাড়ে থাকা মানুষদের সতর্ক থাকতে মাইকিং করা হচ্ছে। ৯নং ওয়ার্ডের করিম্যারঝিরি এলাকায় পাহাড় ধসে একই পরিবারের শিশুসহ ৪জন আহত হয়েছে বলে ইউপি সদস্যের মাধ্যমে শুনেছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা জানান, কয়েকদিন ধরেই নাইক্ষ্যংছড়িতে টানা বৃষ্টি হচ্ছে। প্রাণহানির শঙ্কায় পাহাড়ের ঢালে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। ঝুঁকিতে বসবাসকারীদের জন্য আশ্রয়কেন্দ্র সহ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।