নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা
খাগড়াছড়ির দীঘিনালায় সিগারেটের বাকি টাকা চাওয়ায় চা-দোকানির মাথা ফাটানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার এজাহারভূক্ত প্রধান আসামি ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল কায়েছকে (২৭) আটক করেছে পুলিশ। শুক্রবার দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল হক মামলা ও কামরুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
নুরুল হক জানান, ভূক্তভোগীর পিতা ছোটমেরুং বাজারের চা-দোকানদার মো. আরশাদ আলী (৫৮) বাদি হয়ে মামলা দায়ের করেন, মামলা নং-৮ তারিখ-২৬/০১/২০২৪। মামলায় তিনজনের নাম উল্লেখ করে আজ্ঞাত আরো ৪/৫জনকে আসামি করা হয়। ভূক্তভোগি বাদীর ছেলে মো. রুবেল মিয়া (৩০)। আটক কামরুল কায়েছ উপজেলার ছোটমেরুং ১নং কলোনীর বাসিন্দা মো. মনির হোসেন মন্টুর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনাটি বৃহস্পতিবার দুপুরের দিকে। কামরুলের নিকট বাকিতে সিগারেট খাওয়ার টাকা চাইলে সে উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে ওই চা-দোকানের চুল্লিতে জ্বলন্ত কাঠ নিয়ে আরশাদকে আঘাত করে। তখন ছেলে রুবেল ফিরাতে গেলে তাকে মাথায় আঘাত করলে রুবেলের মাথা ফেটে যায়। ঘটনার পর রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মাথায় সেলাই দেওয়ার পর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত উপ সহকারী চিকিৎসা কর্মকর্তা শিউলি চাকমা জানান, রুবেলের মাথায় চারটি সেলাই করতে হয়েছে। এছাড়া তার কানের পিছনে আগুনে পোড়া ক্ষত রয়েছে।
মেরুং (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রিয়াজুল ইসলাম নিশান জানান, কামরুল মেরুং ৬নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমানে সে কোন পদে নাই তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। নিশান আরো জানান, এ ঘটনাটি খুবই অন্যায় হয়েছে। এর দায়ভার দল নিবে না।