বাঘাইছড়ি প্রতিনিধি
মহামান্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রিট পিটিশন আদেশ বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অবৈধ দুই ইটভাটা বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২২ জুন) দুপর ২ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার অবৈধ দুই ইটভাটা (এমএমসি ও কেবিএম) ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিজ্ঞপ্তি টানিয়ে দেন।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন মহামান্য সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের আদেশ পাওয়ার পরপরই আমরা দুই ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করি এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।