বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সরকারি কোয়ার্টারে অগ্নিকা-ের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (এসএস সিএইচটি) কার্যালয় আগুনে পুড়ে যায়। এসময় আগুনে একটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার দুপুর একটায় আগুনের সূত্রপাত ঘটে।
তবে বাঘাইছড়ি উপজেলাতে ফায়ার সার্ভিসের কোনও ইউনিট না থাকায় পাশর্^বর্তী দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে পুলিশ, বিজিবি’র সদস্যের পাশাপাশি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ন কবীর জানান, আগুনের সংবাদ পেয়ে পুলিশ ও বিজিবি এবং স্থানীয়দের সহায়তায় এক ঘন্টার চেষ্টার পাশাপাশি পরে দীঘিনালা উপজেলার ফায়ার সার্ভিসের ইউনিট যোগ দেয়ার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।
এদিকে দেশের বৃহত্তর এই উপজেলায় কোনও ফায়ার স্টেশন না থাকায় আগুনে প্রতিবছর কোটি টাকার ক্ষতি হচ্ছে। তাই দ্রুত সময়ে বাঘাইছড়িতে ফায়ার স্টেশন স্থাপনের জোর দাবি জানান স্থানীয়রা।