বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় পাহাড়ী জনগণের অবিসংবাদিত নেতা, সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা)র ৮৪ তম জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার বাবু পাড়া (জীবঙ্গছড়া) কমিউনিটি সেন্টারে তার জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে এমএন লারমা অনুসারী জনসংহতি সমিতি (জেএসএস) বাঘাইছড়ি উপজেলা শাখা।
সভায় জেএসএস (এমএন লারমা) এর উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের বাঘাইছড়ি উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এতে বাঘাইছড়ি পৌরসভার কাউন্সিলর ও জেএসএস নেতা রুবেল চাকমা, সুরেশ চাকমা, পিসিবি নেতা চয়ন চাকমা, নারী নেত্রী শেফালী চাকমা সহ জনসংহতি সমিতির বাঘাইছড়ি শাখার প্রথম সারীর নেতাকর্মীগন বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, যে যত আদর্শবান সে তত ত্যাগী, ক্ষমতা শীল ও দুর্দর্শী হতে পারে। জুম্মজাতির অগ্রদুত মহান নেতা এমএন লারমা তার জীবদ্দশায় দেখিয়ে গেছেন কিভাবে কঠিন অবস্থা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হয়, তার আদর্শকে ধরে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলার আহবান জানিয়ে এমএন লারমার জীবনি নিয়ে স্মৃতি চারণ করা হয়।