বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে ১কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ভুবনঞ্জয় চাকমা(৪২) নামে এক যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ। বুধবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার রূপকারী ইউনিয়নের বড়ধাম মারিশ্যাছড়া ব্রিজের আশেপাশে বাঘাইছড়ি থানার এসআই(নিঃ) মেহেদী হাসান জুয়েল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটক ভুবনঞ্জয়ের আক্রমণে (কামড়) এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা যায়।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে বাঘাইছড়ি থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে যাবে।