মাহমুদুল হাসান,বাঘাইছড়ি
রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ ছাত্রলীগ বাঘাইছড়ি উপজেলা, পৌর ও কাচালং সরকারী কলেজ শাখার উদ্যোগে দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য ও সরকারের উন্নয়ন বাধাগ্রস্থের প্রতিবাদে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) বেলা ১১ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।
বাংলাদেশ ছাত্রলীগ বাঘাইছড়ি উপজেলা শাখার আহবায়ক সানি দেব এর সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বৃষকেতু চাকমা, সহ সভাপতি হাজী কামাল উদ্দিন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও নগরপিতা জমির হোসেন সহ রাঙামাটি জেলা ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ সসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ছাত্রলীগ বাঘাইছড়ি পৌর শাখার আহবায়ক মোরশেদুল আলম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাচালং সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরান হোসেন, সুজিত চক্রবর্ত্তী, সাবেক সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইদুল।
বক্তারা বলেন, বর্তমানে দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য ও আওয়ামীলীগ সরকারের উন্নয়ন বাধাগ্রস্থের প্রতিবাদে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আরো বলেন, রাঙামাটি জেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য জননেতা দীপংকর তালুকদার এমপিকে আবারো নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
বিশেষ অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বৃষকেতু চাকমা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন বিএনপি জামাতের চোখে পরেনা, অথচ তারা দেশের উন্নয়নের সকল সুযোগ সুবিধা ভোগ করতেছে,আগামী শোকের মাস আগস্টে যদি বাঘাইছড়িতে বিএনপি কোন প্রকার নৈরাজ্যের চেষ্টা করে বাঘাইছড়ি উপজেলা আঅওয়ামীলীগ তাদের প্রতিহত করতে প্রস্তুত আছে। বিশেষ করে ১৫ আগস্ট খালেদা জিয়ার ভূয়া জন্মদিনে যদি বাঘাইছড়িতে বিএনপি কেক কাটার আয়োজন করে জাতীয় শোক দিবসকে অপমান করে তাহলে তাদের ছাড় দেয়া হবে না।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে, আওয়ামীলীগ সরকারের উন্নয়ন সারা দেশের মানুষ উপভোগ করছে বিশেষ করে পদ্মা সেতু, মেট্রোরেল, উড়ালসেতু সহ হাজারো সুবিধা পাচ্ছে দেশবাসী, এর মধ্যে বিএনপি জামাত পন্থীরাও আছেন তবুও তারা দেশের উন্নয়নকে স্বীকার করতে চায়না। আওয়ামীলীগ জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাসী নয় তার প্রমাণ গত কয়েকদিন আগে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল্লাহ আল নোমান সাহেবদের প্রতি সদাচরণই প্রমাণ করে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে বসাতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।