বাঘাইছড়ি প্রতিনিধি
সারা দেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে র্যালি বের হয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌরসভা মেয়র জমির হোসেন, এতে বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দৌস মোহাম্মদ, মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা, রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যাসমিন চাকমা, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপতি রঞ্জন চাকমা।
বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাজেক ইউনিয়ন পরিষদ সচীব বিশ্বজিৎ চক্রবর্ত্তী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গলতলী ইউপি সচিব গৌতম চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদের মেম্বার জৈপুথাং ত্রিপুরা।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, সচিব, গ্রাম পুলিশ, পৌর ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করেছে সরকার। তাই জনসাধারণকে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করার জন্য উৎসাহী করার লক্ষ্যে সকলকে দায়িত্ব পালনের জন্য আহŸান জানান।
সভা শেষে বাঘাইছড়ি পৌরসভাধীন ০৩ নং ওয়ার্ড বাসিন্দা মোঃ রহমত উল্যাহ’র সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে প্রস্তুতকৃত জন্মসনদ প্রদান করা হয়।