রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), বাঘাইছড়ি থানা শাখার ২২তম এবং উপজেলার শিজক কলেজ শাখার ২০তম, সারোয়াতুলি ও খেদারমারা ইউনিয়ন পিসিপির ১ম কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তাগণ অবশ্যই পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন হতে হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্রসমাজ অধিকতর সামিল হউন’ শ্লোগানে শুক্রবার বাঘাইছড়ির উগলছড়ি মুখ(বটতলা) কমিউনিটি সেন্টারে উক্ত কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
পিসিপির বাঘাইছড়ি থানা শাখার বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক চিবরন চাকমার সঞ্চালনায় ও বিদায়ী কমিটির সভাপতি পিয়েল চাকমার সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি পুলকজ্যোতি চাকমা। এছাড়া এতে বিশেষ অতিথি ছিলেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক বিপর্শী চাকমা, বাঘাইছড়ি মহিলা সমিতির সভাপতি লক্ষীমালা চাকমা, যুব সমিতির সাংগঠনিক সম্পাদক সুমেধ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ভদ্রাদেবী তঞ্চঙ্গ্যা ও পিসিপি রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের বিদায়ী কমিটির তথ্য-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুকেন চাকমা।
আলোচনা সভা শেষে চিবরন চাকমাকে সভাপতি, উদ্দীপন চাকমাকে সাধারণ সম্পাদক ও সুদর্শন চাকমাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়ে পিসিপির বাঘাইছড়ি থানা শাখার ২২ তম; রুপেজ চাকমাকে সভাপতি, জগৎ আলো চাকমাকে সাধারণ সম্পাদক ও রিপন জ্যোতি মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পিসিপির শিজক কলেজ শাখার ২০ তম; সোহেল চাকমাকে সভাপতি, স্বপন চাকমাকে সাধারণ সম্পাদক ও নেপোলিয়ন চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে সারোয়াতুলি ইউনিয়ন আঞ্চলিক শাখার প্রথম এবং অসীম চাকমাকে সভাপতি, শিশির চাকমাকে সাধারণ সম্পাদক ও ডাল্টন চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১নং খেদারমারা ইউনিয়ন আঞ্চলিক শাখার প্রথম কমিটি গঠন করা হয়।
সম্মেলন শেষে বাঘাইছড়ি থানা শাখার নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা এবং পিসিপির শিজক কলেজ, সারোয়াতুলি ও খেদারমারা ইউনিয়ন আঞ্চলিক শাখার নবাগত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপি রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন চাকমা।(বিজ্ঞপ্তি)