মিশু মল্লিক ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন বাঘাইছড়ি বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকার অরুন বড়ুয়ার ছেলে রাহুল বড়ুয়া (১০) এবং বাঘাইছড়ি ৪নং ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা মো. মহসীনের ছেলে জুয়েল (৭)। তাদের মধ্যে জুয়েল গত মঙ্গলবার বন্যার পানিতে নিখোঁজ হয়েছিল, যার মৃতদেহ বৃহস্পতিবার বিকেলে বাঘাইছড়ি উগলছড়ি কাদের মেম্বার পাড়া বিল থেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রাহুল বড়ুয়া তার বন্ধুদের সাথে গোসল করার সময় পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বাঘাইছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মঙ্গলবার বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায় জুয়েল নামের সাত বছর বয়সী শিশুটি। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালালেও এতদিন তার খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেলে বাঘাইছড়ি উগলছড়ি কাদের মেম্বার পাড়ায় একটি মৃতদেহ ভাসতে দেখলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ আসার আগেই জুয়েলের দাদা ঘটনাস্থলে এসে জুয়েলের মৃতদেহ চিনতে পেরে আর্তনাদে ভেঙে পড়েন। এই সময় এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়।
শিশুটির পিতা মহসীন বলেন, জুয়েল মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায়। ফিরে আসতে দেরি হওয়ায় আমরা তাকে খুঁজতে শুরু করি। অনেক খুঁজেও তাকে না পাওয়ায় আমরা ধারণা করেছিলাম সে বন্যার পানির স্রোতে ভেসে গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বর্তমানে রাহুলের বাসায় আছি। তার আত্মীয় স্বজনরা আসলে আগামীকাল তার মৃতদেহ সৎকার করা হবে। আর গত মঙ্গলবার নিঁেখাজ হওয়া জুয়েলের মৃতদেহও উদ্ধার করা হয়েছে। তার পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করেছেন। আজ(বৃহস্পতিবার) তাঁর লাশ দাফন করা হবে।
তিনি আরো বলেন, এইভাবে দুইজন শিশুর মৃত্যু সত্যিই মর্মান্তিক। বন্যার সময় শিশুদের দিকে বিশেষ নজর রাখার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।