সাইফুল হাসান
গত কয়েকদিনের অতিবৃষ্টি ও উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বেশ কিছু ইউনিয়ন ও পৌর এলাকা পানিতে তলিয়ে গেছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল পর্যন্ত খবর নিয়ে জানা যায় উপজেলার বঙ্গলতলী, বাঘাইছড়ি, রূপকারী, মারিশ্যা, আমতলী ও খেদারমারা ইউনিয়ন সহ বাঘাইছড়ি পৌরসভার ১,২,৪, ৬ ও ৭ নং ওয়ার্ডের নিচু অঞ্চলের বসতবাড়ি, আবাদি জমি ও রাস্তা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে।
বাঘাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলম বলেন, আমাদের পূর্ব লাইল্যাঘোনা এলাকাটি ভৌগোলিকভাবে নিচু এলাকা যার ফলে দ্রুত কাচালং নদীর পানি চলে আসে বাড়ি ঘরে। আমরা ইতিমধ্যে সকলকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। আমরা প্রতিটা ইউনিয়ন ও ওয়ার্ডে খোঁজ খবর রাখছি। ইতিমধ্যে ৪৬ টির আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এতে প্রায় শতাধিক পরিবার বর্তমানে আশ্রয় নিয়েছে।
তিনি আরও জানান, উপজেলা প্রশাসন, পুলিশ, বিজবি, সেনাবাহিনী দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করে যাচ্ছে।