বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুছ বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে বটতলী দরবার শরীফ থেকে র্যালী শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে এসে শত শত মানুষের অংশগ্রহণ করা র্যালীটি সমাবেশে মিলিত হয়।
চৌমুহনী মুক্ত মঞ্চে পবিত্র জশনে জুলুছ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আবদুন নুর(মা.জি.আ)।
এসময় কালিমা খচিত বিভিন্ন রংবেরঙের পতাকা নিয়ে শত শত ধর্মপ্রাণ মানুষ পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.) বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ জমির হোসেন, বিশেষ অতিথি হিসেবে গাউসিয়া কমিটির সভাপতি হাজী আবদুল শুক্কুর মিয়া, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি মাওলানা মুহাম্মদ আবু হানিফ নঈমী, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ কাউছার উদ্দিন নুরী, কাচালং দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোজাম্মেল হক নুরী, মাওলানা আহমদ আলী, মাওলানা আনোয়ার হোসেন, হাফেজ মোঃ হেলাল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বটতলী দরবার শরীফের প্রতিষ্ঠাতা পার্বত্য অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক সুফি সাধক, সফল ইসলাম প্রচারক, রহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত হযরতুহাজ আল্লামা সৈয়দ নুর মোহাম্মদ শাহ (রহ.)প্রকাশ মারিশ্যা বড় হুজুর কেবলার মাজার শরীফে মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতীর কল্যাণে আখেরী দোয়ার মাধ্যমে জুলুসের সমাপ্তি হয়।