বাঘাইছড়ি প্রতিনিধি
বাঘাইছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ জীবঙ্গছড়া (বাবুপাড়া) স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিঝু উৎসব উপলক্ষে ১৬ তম বিঝু মেলা এর সমাপনী দিনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বলি খেলা, খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে উপজেলার রূপকারী ইউনিয়নের বরাদম গ্রামের ত্রিশ বছর বয়সী রুবেল চাকমা।
বিঝু উৎসব উপলক্ষে বাঁশখরম, নাদেং খারা, ঘিলা ও গদু খেলা সহ সর্বমোট ৩৪ টি খেলার আয়োজন করে জিবঙ্গছড়া স্পোর্টিং ক্লাব। গত ৩০ মার্চ আনুষ্ঠানিকভাবে আয়োজনের উদ্বোধন হয়, সকল খেলায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (১২ এপ্রিল) সমাপনি অনুষ্ঠানের দিন গ্রামবাংলার ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়, বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত খেলোয়াররা অংশগ্রহণ করে বলি খেলায়। খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রূপকারী ইউনিয়নের বরাদম গ্রামের রুবেল চাকমা তাকে বরাদমের বলি নামে সবাই চিনে।
চ্যাম্পিয়ন রুবেল চাকমা বলেন, আমি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় যেখানে বলি খেলা হয়, আমি অংশগ্রহণের চেষ্টা করি, বিশেষ করে বিঝু উপলক্ষে বলি খেলা বেশী উপভোগ করি কারন দিনটি আমাদের জন্য আনন্দের ও ঐতিহ্যের।
বলি খেলায় চ্যাম্পিয়ন রুবেল চাকমাকে নগদ তের হাজার টাকা উপহার দেয় আয়োজক কমিটি।
জীবঙ্গছড়া স্পোর্টিং ক্লাবের ১৬ তম বিঝু উৎসবের আহবায়ক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল চাকমা বলেন, বিঝু আমাদের চাকমা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব আর এই উৎসবকে ঘিরে নানান খেলার আয়োজন করা হয়েছে যেখানে স্থানীয় নারী পুরুষ, ছাত্র-যুবক সবাই অংশগ্রহণ করেছে। সুন্দরভাবে আয়োজন সম্পন্ন করতে পেরে আমাদের অনেক ভালো লেগেছে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চাই।