ইয়াছিন রানা সোহেল ॥
রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার আর্যপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি মালবাহী ট্রাক্টর উল্টে তিনজন শ্রমিক নিহত এবং দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আর্যপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, নোয়াচান চাকমা(৫০), পিতা- মৃত মানিক ধন চাকমা, নেবারন চাকমা (৩২) পিতা: প্রদীপ কুমার চাকমা, লেট্টাউদো চাকমা (৪০) পিতা: কালাচেলা চাকমা। তাদের বাড়ি উপজেলার বড় কচুছড়ি গ্রামে। দুর্ঘটনায় আহত গাড়ির চালক সুমন চাকমা (৩০) -মৃত প্রদীপ কুমার ও সহেল চাকমা(৩৫), চিকুইন্না চাকমা। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই শ্রমিক বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কংকন চাকমা জানান, বিকাল তিনটার দিকে চালক সহ পাঁচজন গাড়িতে ছিলো। বাসা বাড়ির কাজের জন্য গাছ চিড়ানোর জন্য স’মিলে নিয়ে যাওয়ার পথে গাড়ি উল্টে ঘটনাস্থলেই মারা যায় তিনজন। দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত জানান, উপজেলার আর্যপুর এলাকায় একটি মালবাহী গাড়ি উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং লাশ উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা কাজ করছে। লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।