বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার বিকালে বাঘাইছড়ির অন্যতম দর্শনীয় স্থান উগলছড়ি ব্রিজের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু নাছেরের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় তিনি একটি মেহগনি গাছের চারা রোপণ করেন।
এতে আরো উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি ও নগর পিতা জমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ বাঘাইছড়ি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী বৃন্দ।
কর্মসূচির শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধান অতিথি বৃষকেতু চাকমা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃক্ষরোপণের প্রতি সবসময়ই গুরুত্বারোপ করতেন এবং নিজ হাতে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যতœ নিতেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাও বাবার আদর্শে চলছেন। তিনি আরো বলেন, বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশ বৈষম্য চলছে, যার ফলশ্রুতিতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে।