বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙfমাটির বাঘাইছড়িতে হিজরী নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে হিজরী নববর্ষ ১৪৪৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
শনিবার(২২ জুলাই) ৪ মহরম সন্ধ্যা হতে বাঘাইছড়ির প্রাণকেন্দ্র চৌমুহনী চত্বর মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র জমির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীল সৈয়দ মুহাম্মদ আব্দুন নুর, প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন হিজরী নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় আলেম ওলামা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা হিজরী নববর্ষ ও মহরম মাসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত রাখার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
হিজরী নববর্ষ উদযাপন পরিষদের পক্ষ থেকে অতিথিদের কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও দেশ বরেণ্য শিল্পীরা হামদ নাত পরিবেশন করেন।