হেফাজত সবুজ
দ্বিতীয় বারের মত বাঘাইছড়ি উপজেলা নির্বাচন স্থগিত হওয়ায় বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। শনিবার দুপুর বারোটার দিকে উপজেলা নির্বাচন অফিসের সামনে এই বিক্ষোভ করা হয়। এসময় উত্তেজিত জনতা নির্বাচন অফিসে ইট পাটকেল নিক্ষেপ করে বলে খবর পাওয়া গেছে।
উপজেলা নির্বাচন অফিসার মো. বেলাল হোসনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর বারোটার দিকে একদল লোক নির্বাচন অফিসের সামনে এসে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক সময় উত্তেজিত জনতা অফিস লক্ষ্য করে কয়েটি ইট পাটকেল নিক্ষেপ করে। আধ ঘন্টার মত বিক্ষোভ করে তারা চলে গেছে। তারা কোন প্রার্থীর সমর্থক তা নিশ্চিত হতে পারিনি।
তবে এই বিষয়ে রাঙামাটি সিনিয়ন জেলা নির্বাচন অফিসার মো.মনির হোসেন বলেন, বিক্ষোভকারীরা ঘোড়া প্রতীকের সমর্থক হয়ে থাকতে পারে। তিনি আরো বলেন, বৈরী আবহাওয়া ও আইন-শৃঙ্খলা অবনতির শঙ্কায় নির্বাচন কমিশন উক্ত উপজেলার নির্বাচন স্থগিত করেছে। তবে যে সকল নির্বাচন কর্মী ইতোমধ্যে হেলিসটিং কেন্দ্রে প্রেরণ করা হয়েছিল আজই (শনিবার) তাদের ফিরিয়ে আনা হবে। সে বিষয়ে প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, ২৯ মে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে হেলিসর্টিং কেন্দ্রে নির্বাচনী মালামাল ও জনবল পাঠাতে না পারায় নির্বাচন স্থগিত করে কমিশন। পরবর্তীতে ৯ জুন নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারও বৈরী আবহাওয়া ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় শনিবার সকালে আবারও নির্বাচন স্থগিত করে হয়।