মাহমুদুল হাসান, বাঘাইছড়ি
রাঙামাটির বাঘাইছড়িতে দীর্ঘ ১১ বছর পর মাঠে গড়ানো উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ঝগড়াবিল ইয়ুথ প্রস্পার ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব হওয়ার অর্জন করেছে বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক জাগরণী ক্লাব।
বৃহস্পতিবার বেলা তিনটায় উপজেলা পরিষদ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা আরম্ভ হয়, টান টান উত্তেজনাময় ম্যাচে মুসলিম ব্লক জাগরণী ক্লাবের কামরুজ্জামান লিটন ১ম গোল করে দলকে এগিয়ে রাখে পরবর্তীতে একই দলের সাগর ২ গোল করে দলের চ্যাম্পিয়ন শিরোপা নিশ্চিত করে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি শিরিন আক্তার এর সভাপতিত্বে খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল শরিফুল্লাহ আবেদ, এসজিপি, পদাতিক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরসহ উপজেলার বিভিন্ন স্থরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকার প্রাইজমানি ও রানারআপ দলের হাতে ৫০ হাজার টাকার প্রাইজমানি সহ দলীয় ট্রফি এবং ব্যাক্তিগত পুরস্কার তুলে দেয়া হয়। এসময় বাঘাইছড়ি পৌরসভার পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
গত ১৮ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টে উপজেলার ২৬ টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মুসলিম ব্লক জাগরণী ক্লাবের তরিকুল ইসলাম মায়েজ, সেরা গোলরক্ষক মনোনীত হয় মুসলিম ব্লক জাগরণী ক্লাবের গোল কিপার সাগর চৌধুরী এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেয় সারোয়াতলী বয়েজ ক্লাবের এর বিটেন চাকমা। টুর্নামেন্টের সু-শৃঙ্খল দল নির্বাচিত হয় মাস্টার পাড়া একতা সংঘ। এছাড়া ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রতিটি টিমের জন্য ২০ টি করে গেঞ্জি উপহার দেয়া হয়।
ফাইনাল খেলা পরিচালনা করেন পঞ্চম কর্মকার, সহকারী পরিচালক মাসুম রানা ও লোকমান হোসেন এবং চতুর্থ পরিচালকের দায়িত্ব পালন করেন সানা উল্লাহ। ধারাভাষ্যে ছিলেন আশিকুর রহমান সিনিয়র ও জুনিয়র।
দীর্ঘদিন পর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজারের অধিক দর্শক মাঠে খেলা উপভোগ করেন।