রাজস্থলী প্রতিনিধি
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা কৃষকলীগের সভাপতি আদোমং মারমা নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।
রবিবার দুপুর ১২টা থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না এমনটাই জানা গেছে। প্রায় ১২ ঘন্টা পর রবিবার রাত ১২ টায় এ ঘটনায় চন্দ্রঘোনা থানায় নিখোঁজ ডায়েরি করেছে নিখোঁজের পরিবার। রবিবার সকাল ১০টায় বাসা থেকে রাজস্থলী উপজেলায় যাওয়ার জন্য বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
এই বিষয়ে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আনসারুল করিম জানান, নিখোঁজের পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। আমরা সব জায়গা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানান ওসি।