রাজস্থলী প্রতিনিধি ॥
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে বাঙ্গালহালিয়া কলেজের হল রুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রভাষক সুনিত কুমার মুৎসদ্দীর সঞ্চালনায় এবং কলেজের সাবেক সভাপতি ভদন্ত ক্ষেমাচারা মহাথেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ। এতে প্রধান বক্তা ছিলেন বাঙ্গালহালিয়া কলেজের অধ্যক্ষ রফিক মিয়া তালুকদার। এছাড়াও বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, সাংবাদিক আজগর আলী খান, কলেজের শিক্ষকমন্ডলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শান্তনু কুমার দাশ বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এইচএসসি পরীক্ষা সম্পন্ন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা আসবে। তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরো বলেন, তোমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরিক হিসেবে গড়ে উঠবে। আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।