ইয়াছিন রানা সোহেল
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য পন্যের দাম যাতে মানুষের নাগালের মধ্যে থাকে সেজন্য বাজার মনিটরিং করেছেন রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। সোমবার (১১ মার্চ) দুপুরে শহরের বৃহত্তর বনরুপা বাজার মনিটরিং করেন। তিনি পুরো বাজার ঘুরে দেখেন এবং বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান পবিত্র মাহে রমজান মাসে সকল পণ্য দ্রব্য নির্ধারিত মূল্যে বিক্রি করা এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। তিনি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য এবং রমজান মাসে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ জানান।
তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি যে করবে তাকে আইনের আওতায় নিয়ে আনা হবে। এসময় রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৈহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ আবু সৈয়দ উপস্থিত ছিলেন।