জিয়াউল জিয়া ও শুভ্র মিশু
বাজার মনিটরিং কঠোর করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পণ্যমূল্যের ঊর্ধ্বগতিকে। এমন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছে জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বৃহস্পতিবার দুপুরে শহরের বনরূপা বাজারে বেশ কয়েকটি দোকানে ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন।
বাজার মনিটিরিং উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, কোতয়ালি থানার ওসি মো. আরিফুল আমিন বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
এ সময় মুদি দোকান, শাক-সবজি, মাছ-মাংস, বিভিন্ন জাতের মুরগির দোকান মনিটরিং করা হয়। দোকানে দ্রব্যের দৈনিক মূল্য তালিকা রাখার পাশাপাশি কেউ যেন দ্রব্যমূল্য নিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
যেসব পণ্যর দাম অতিরিক্ত রাখা হচ্ছে সেইসব ব্যবসায়ীদের সতর্ক করে দেন। পাশাপাশি দোকানগুলোতে পণ্যমূল্যের তালিকা টাঙিয়ে দেয়ার নির্দেশনাও দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বাজারে সরকার নির্ধারিত করে দেয়া দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা। কেউ কৃত্রিম সংকট করছে কিনা। সেই বিষয়গুলো তদারকি করা হচ্ছে। দ্রব্যমূল্যে লাগাম টেনে ধরা কাল থেকে নিয়মিত বাজার মনিটরিং আরও জোরদার করা হবে। যদি কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।