জেলা বাজেট ও উন্নয়নে বাজেটে জনঅংশগ্রহণের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন রাঙামাটি জেলা কমিটি।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সুনীল কান্তি দে’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গণতান্তিক বাজেট আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ আলী ভূঁইয়া, সদস্য এডভোকেট সুস্মিতা চাকমা, মিডিয়া ফোকাল পার্সন সত্রং চাকমা। সভা পরিচালনা করেন শাইনিং হিলের সমন্বয়কারী ভুপেশ দাশ।
বক্তারা বলেন, বর্তমান বাজেট বাস্তবতায় জনগণের সরাসরি অংশগ্রহণ না থাকায় যে বাজেট ঘোষণা করা হয় তা বেশিরভাগ ক্ষেত্রে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটে না। এছাড়া জেলাওয়ারী উন্নয়নকে গুরুত্ব দিয়ে জেলা বাজেট ঘোষণা এখন সময়ের দাবি। তাই বাজেটে জনগণের অংশগ্রহণসহ জেলা বাজেট ঘোষণার দাবি জানান বক্তারা।