শ্যামল রুদ্র, রামগড়
খাগড়াছড়ির রামগড় পৌরসভার রামগড় ও সোনাইপুল বাজারে একাধিক চুরির ঘটনায় ব্যবসায়ীরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বেশ কয়েকটি চুরির ঘটনায় জড়িতরা ধরা না পরায় চুরি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। থানা পুলিশের ঘটনাস্থল পরিদর্শন, সভা-সেমিনারে সীমাবদ্ধ থাকা ছাড়া চোরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার অগ্রগতি না হওয়ায় জনমনে আতঙ্ক আরও বৃদ্ধি পাচ্ছে।
অপরাধীদের গ্রেফতারের দাবী জানিয়ে মঙ্গলবার সোনাইপুল বাজার কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আইন শৃংখলা কমিটির সভাপতি মমতা আফরিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল, পৌরসভার মেয়র ও রামগড় থানার ওসি বরাবর লিখিত আবেদন দিয়েছেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে থানায় মামলাও হয়েছে। কিন্তু এখন পর্যন্ত চোরচক্র আটক হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১২ মে শুক্রবার দুপুরে সোনাইপুল বাজারের মজুমদার মার্কেটে মেসার্স শাহজাহান স্টোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে এতে মো.শাহজাহানের দোকানের তালা ভেঙে ৮ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্ত। ৩০ এপ্রিল কাজী মার্কেটের সাথী মেডিকেল হলে ৭০ হাজার টাকা চুরি হয়। ২, এপ্রিল রামগড় বাজারে শফি কোম্পানীর মার্কেটে মো. রফিক মিয়ার রিয়া গার্মেন্টস এন্ড শাড়ি ঘরের আড়াই লাখ টাকা ও ১৩ মার্চ রামগড় মধ্য বাজারে কালার্স ফ্যাশন শাড়ি ঘরে চুরির ঘটনা ঘটে। তালা ভেঙে প্রায় ১লক্ষ ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ২১, ফেব্রুয়ারী বিজয় ভাস্কর্য এলাকা থেকে ১টি মোটরসাইকেল চুরি হয়। এর আগে রামগড় বাস্ট্যান্ডে পুলিশ বক্সসংলগ্ন কুইন টেলিকমে চুরির ঘটনা ঘটে। সর্বশেষ ১৬, মে মঙ্গলবার মহামুনি নিজ বাড়ির সামনে থেকে আলী আক্কাস নামে একব্যক্তির মোটরসাইকেল চুরি হয়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো.শাহজাহান জানান, ক্যাশবাক্স ভেঙ্গে তার প্রায় ৮ লাখ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় তিনি রামগড় থানায় মামলা করেছেন ।
রামগড় বাজারের ব্যবসায়ী লিটন জানান, তার দোকান থেকে প্রায় নগদ ৫ লাখ টাকাসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়ার পর অদ্যাবধি চোরাই মালামাল ও চোরচক্রকে আটক করতে পারেনি। এঘটনার কয়েকদিন পর সফি কোম্পানি মার্কেটের সুইটি জুয়েলার্সের দোকানে চুরি হয়। চোরচক্র দিনে দুপুরে তালা ভেঙে ১০-১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরা থেকে মেমোরি কার্ড নিয়ে গেলেও চোরচক্র ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে ।
সোনাইপুল বাজার কমিটির সভাপতি শাহরিয়ার ইসলাম শাহেদ জানান, বাজার কমিটি থেকে নিরাপত্তা বাড়ানো হলেও দিন দুপুরে চুরি রোধ করা যাচ্ছেনা। কয়েকদিন পরপর কোথাও না কোথাও চুরি সংগঠিত হচ্ছে। চুরি রোধে প্রশাসনকে আন্তরিক হয়ে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, সম্প্রতি সোনাইপুল বাজারে চুরির ঘটনায় মামলা হয়েছে। চোর সনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।