ওমর ফারুক মুছা, লংগদু
নিজ বাড়ির আঙ্গিণায় দিন দিন বেড়ে উঠেছে গাঁজার গাছ। চিনতে না পেরে আগাছা ভেবে তেমন একটা নজর দেননি বাড়ির মালিক বানিছ উদ্দীন। বৃহস্পতিবার রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বানিছ উদ্দীনের বাড়ির আঙ্গিনায় গাঁজা গাছ রয়েছে। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলমের নির্দেশনায় বিজিবি এবং পুলিশের যৌথ অভিযানে বানিছ উদ্দীনের বাড়ি থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। তিনি রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের রহমত পুর এলাকার বাসিন্দা।
আটকের পরে জিজ্ঞাসাবাদে বানিছ উদ্দীন গাছগুলো না চিনেই আগাছা ভেবে রেখে দিয়েছেন বলে দাবি করেন। পরে পুলিশ স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ইউপি সদস্যর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
বর্তমানে উদ্ধারকৃত গাঁজা গাছগুলো গুলশাখালী পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।