ডুবে গেছে রাস্তাঘাট। চারপাশে থই থই করছে বানের পানি। তার মাঝেও আনন্দ উচ্ছ্বাস একটি বাড়িকে ঘিরে। বাড়িটি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী গ্রামে। যেখানে আয়োজন ছিল একটি বিয়ের। কিন্তু বানের পানি পুরো বাড়িটি ঘিরে রাখলেও শেষপর্যন্ত কোনকিছুই বাধা হতে পারেনি। পানি মাড়িয়ে নৌকায় করে হাজির হন বর আর বরযাত্রী।
এই বিয়ের আয়োজনটি আগে থেকেই নির্ধারিত থাকলেও কদিনের ভারি বর্ষণে প্লাবিত হয় গ্রাম। কিন্তু পেছানো যায়নি অনুষ্ঠান। তাই বানের পানি মাথায় নিয়েই সম্পন্ন হয় সবকিছু। কনেকেও নেয়া হয় নৌকায় করে।
বরের বাড়ি বাঘাইছড়ি সদরে, কনের বাড়ি একই উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী গ্রামে।
বিয়েতে হাজির ছিল পাঁচশতাধিক অতিথি। এমন বন্যাকবলিত সময়ে বাঘাইছড়িতে এটাই প্রথম বিয়ে।
বাড়ির নতুন গেইট থেকে পুরো পথ সাজানো হয় ফুলে ফুলে। বৃষ্টিস্নাত পরিবেশেই তাই সুমী আক্তারের সাথে বিয়ে সম্পন্ন হয় বর মোহাম্মদ টিটুর।
বর যাত্রী হয়ে বিয়েতে অংশ নেয়া বরের বন্ধ মোঃ মামুন বলেন, বিয়ের দিন তারিখ আগেই নির্ধারণ করা হয়েছিলো। তারিখ অনুযায়ী আগেই আত্মীয় স্বজন দাওয়াত করা হয়। কিন্তু গত কয়েকদিনে বৃষ্টিতে কনের বাড়ির আসে পাশে পানিতে ডুবে যায়। তারিখ পরিবর্তন না করেই বৃষ্টির মধ্যেই বিয়ে আয়োজন শেষ হয়। বরযাত্রী হয়ে বিয়েতে অংশ নিতে পেরে ভালই লাগছে। এমন বিয়ে স্বরনীয় হয়ে থাকবে।
বর মোহাম্মদ টিটু বলেন, সৃষ্টিকর্তার রহমত এটা। এমন শুভ দিনে বৃষ্টি সৃষ্টিকর্তার দান। সবার আমাদের জন্য দোয়া করবেন।