ক্রীড়া প্রতিবেদক
১৬ ডিসেম্বর সোমবার ইয়াং টাইগার্স বিসিবি অনুর্ধ্ব ১৮ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের ‘বি’ গ্রুপের খেলায় চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে রাঙামাটি জেলা নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বান্দরবান জেলা দলকে ২০ রানে হারিয়েছে।
সকালে টসে জিতে রাঙামাটি জেলা দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে রাঙামাটি জেলা দলের ওপেনার ব্যাটার নজরুলের একক নৈপুণ্যে ৫০ ওভারে ৯ উইকেটে ২০০ রান সংগ্রহ করে । নজরুল অপরাজিত ১১৩ রান করে দলকে ভালো একটি স্কোর এনে দেন। মধ্যাহ্ন বিরতির পর বান্দবান জেলা দল ২০১ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে ২০ রানের পরাজয় বরন করে।
রাঙামাটি নিজেদের প্রথম ম্যাচে কক্সবাজার জেলার কাছে ১২৫ রানে ও ফেনী জেলার কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছিলো।