বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) জেলা কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বান্দরবান মেঘলা হোটেল প্লাজা কনভেনশনহলে আয়োজিত সম্মেলন সভাপতিত্ব করেন জেলা সভাপতি মংপু মারমা।
অন্যান্যদের মধ্যে গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা, গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আপ্রুমং মারমা , বান্দরবান জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাম তং সাং বম (মালেক) , কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, দেশের উন্নয়নে সরকারের পক্ষ হয়ে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য পার্বত্য চট্টগ্রামের সকল অপশক্তির বিরুদ্ধে কাজ করে আসছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গনতান্ত্রিক বান্দরবান জেলা কমিটি। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের অস্তিত্ব রক্ষার জন্য তারা কাজ করবে দেশের পক্ষে। পরিশেষে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে উবামং মারমা, সাধারণ সম্পাদক পদে জুয়েল ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক পদে বিকাশ চাকমা নির্বাচিত হন। এ সময় বিদায়ী কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন এবং তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
…………………………