বান্দরবান প্রতিনিধি,
বান্দরবানে দেশীয় পন্য নিয়ে নারী উদ্যোক্তাদের সংগঠন “উইমেন ই-কমার্স এন্ড ট্রাস্ট (উই)” উদ্যোগে ৩ দিনব্যাপী উই হাটবাজার মেলা শুরু হয়েছে। শুক্রবার প্রথমবারের মত বান্দরবান লেডিসক্লাব মিলনায়তনে পহেলা বৈশাখ ও ঈদ উপলক্ষে এ মেলা শুরু হয়েছে। মেলায় বান্দরবান জেলার সাতটি উপজেলায় দেশীয় পন্য নিয়ে কাজ করা নারী উদ্যোক্তারা নিজেদের পন্যের স্টল দিয়েছেন। স্টলগুলোতে স্থান পেয়েছে কলা গাছের আঁশের সুতায় তৈরি বিভিন্ন ধরণের পন্য, মাটির তৈরি জিনিসপত্র, দেশীয় তৈরি কাপড়৷ পোষাক, দৈশীয় অলংকার, হস্তশিল্পের জিনিসপত্র।
উদ্যোক্তা নিশু’স ক্লোজেটের স্বত্বাধিকারী রওশান নিশমা বলেন, হাটবাজার মেলার এ ধরনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তারা আরও উদ্ভুদ্ধ হবে। দেশীয় পন্য উৎপাদন ও প্রসারে ভূমিকা রাখবে। ছোট্ট ছোট্ট পরিসরে এমন মেলা স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনার খাত তৈরি করবে।
নারী উদ্যোক্তাদের সংগঠন “উইমেন ই-কমার্স এন্ড ট্রাস্ট (উই) বান্দরবান জেলা কো-অডিনেটর ফাতেমা বিনতে আলম রিমা বলেন, নারীদের স্বাবলম্বী করে তোলা, কর্মসংস্থান তৈরি, দেশীয় পণ্যের প্রসার এবং তৃনমুল পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই উই হাটবাজার মেলার আয়োজন। মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা এবং ভেন্যু ব্যবহারের সুযোগ দেবার জন্য জেলা প্রশাসক ও লেডিস ক্লাবকে ধন্যবাদ।
বান্দরবানে উই’র তিনদিনব্যাপি হাটবাজার মেলা
বান্দরবান
1 Min Read
Previous Articleবর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে বাংলা নববর্ষ উদযাপন
Next Article বান্দরবান পৌর মেয়র বেবীর মৃত্যুতে শোক দীপংকরের
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.