নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে অস্ত্রের মুখে ২ বিক্রয় কর্মীকে অপহরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলা জামছড়ি ইউনিয়নের বাঘমারা এলাকায় ওয়াল্টন কোম্পানির সেলস অফিসার’সহ ২ বিক্রয় কর্মী বকেয়া কিস্তি উত্তোলন করতে যান। এসময় বাঘমারার মনজয় পাড়া সড়ক থেকে অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসীরা ২ জন’কে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতরা হলেন-বান্দরবানের লামা গজালিয়া ইউনিয়নের গাইন্ধ্যা পাড়া এলাকার মগনু সিং মারমার ছেলে বাহাই মং মারমা (২৫) এবং রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার থোয়াইপ্রু মং মারমার ছেলে পাইচিং মং মারমা (২৫)। এরা দুজনেই ওয়ালটন প্লাজা বান্দরবান শাখায় কর্মরত ছিলেন। অপহরণের পর অপহৃতরা শাখা ব্যবস্থাপককে মোবাইলফোনে অপহরণের বিষয়টি জানিয়ে দেন।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান ওয়াল্টন শাখার ম্যানেজার মো. নুরুল ইসলাম খান সুমন জানান, মঙ্গলবার সকাল দশটায় মোটরসাইকেল যোগে বাগমারা এলাকায় ওয়ালটনের পণ্য বিক্রয়ের মাসিক বকেয়া কিস্তি আদায়ের জন্য যান তারা দুজন। সন্ধ্যা পর্যন্ত কোনোপ্রকার যোগাযোগ হয়নি। তবে সন্ধ্যা সাতটার দিকে অপরিচিত নাম্বার থেকে ফোন করে জানতে চাওয়া হয় আপনারা কার অনুমতি নিয়ে এলাকায় ব্যবসা করছেন। আপনার দুই কর্মী মারমা ছেলে আমাদের হেফাজতে আছে বলে সংযোগ কেটে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, অপহরণের খবর পেয়েছি। তবে কোনে অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।