বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে পাহাড়ের জুম খেত থেকে বাড়িতে ফেরার পথে পাহাড়ি ঝিরির পানিতে পড়ে এক চাষির মৃত্যু হয়েছে। নিহতের নাম ইন্দ্রলাল চাকমা (৬২)। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার তালুকদার পাড়া এলাকায় পাহাড়ে চাষ করা জুমের খেতে কাজ শেষে সোমবার সন্ধ্যায় বাড়িতে গ্রামের বাড়িতে ফেরার পথে পা পিছলে তুংথং পাহাড়ি ঝিরিতে পড়ে পানির ¯্রােতে নিঁখোজ হয় জুমচাষী।
খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ঝিড়িতে তার লাশ দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে ঝিড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত জুমচাষি সদর ইউনিয়নে পর্যটন চাকমা পাড়া গ্রামে লট্য চাকমা ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল রউফ জানান, পাহাড়ি ঝিরিতে পড়ে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।