নিজস্ব প্রতিবেদক,বান্দরবান
বান্দরবানে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে দূর্গত পরিবারদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসম্য অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম, পৌরসভার মেয়র মো. সামশুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রহিম চৌধুরী, সেক্রেটারি অমল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
রেডক্রিসেন্ট সূত্র জানায়, সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত জেলা সদর ও বান্দরবান পৌর এলাকার ৫৮৫ জন ব্যক্তিকে নগদ ৬ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সাতটি উপজেলায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৯শ পরিবারের মধ্যে এই নগদ টাকা সহায়তা দেওয়া হবে।