বিশেষ প্রতিবেদক, বান্দরবান
পাহাড়ের মানুষের পাসপোর্ট প্রাপ্তি সহজতর করতে বান্দরবানে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বান্দরবানের বালাঘাটা এমডিএস এলাকায় গণপূর্ত বিভাগের অর্থায়নে নির্মিত নতুন পাঁচতলা ভবনের ফলোক উন্মোচন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার, সেনাবাহিনীর বান্দরবানের, ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো. সৈকত শাহীন, প্রকল্প পরিচালক সরোয়ার হোসেন, জেলা পাসপোর্ট অফিসার শওকত জামান উপস্থিত ছিলেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প সফলভাবে বাস্তবায়ন হওয়ায় তা বিশ্বের কাছে অনুকরণীয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখন থেকে পার্বত্য চট্টগ্রামের মানুষ সহজেই পাসপোর্ট অফিস থেকে কম সময়ে পাসপোর্ট নিতে পারবে। এই প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে মোট ১৭টি পাসপোর্ট অফিস নির্মাণ করা হয়েছে। পার্বত্যবাসীর কল্যাণে আওয়ামীলীগ সরকার অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে নানামুখী উন্নয়ন কর্মকান্ডে পার্বত্যাঞ্চলের মানুষ সর্বক্ষেত্রে অনেকদূর এগিয়ে গেছে।