বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে দুর্নীতিবাজ চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করে পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের দাবিতে দ্বিতীয়দিনের মত নাগরিক সমাজের অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে নয়টা থেকে বান্দরবানের মেঘলাস্থ পার্বত্য জেলা পরিষদের প্রবেশ গেইট ও চেয়ারম্যানের বাসভবনের গেইটে তালা লাগিয়ে দেন নাগরিক সমাজ। এসময় প্রবেশমুখে অবস্থান নেয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। কর্মসূচিতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। অন্যদের মধ্যে নাগরিক সমাজের সমন্বয়ক শাহাজালাল রানা উপস্থিত ছিলেন।
কর্মস্থলে যেতে ধর্মঘটে বাধার মুখে পড়ে পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তা-কর্মচারীরা। নাগরিক সমাজের আন্দোলনের মুখে দ্বিতীয়দিনের মত জেলা পরিষদের সবধরনের কর্মকান্ড বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. মাসুম বিল্লাহ জানান, জেলা পরিষদ পুনর্গঠনের দাবিতে সচেতন নাগরিক সমাজের অবস্থান ধর্মঘটের কারণে অফিসের সব কর্মকান্ড বন্ধ রয়েছে। তিনিসহ জেলা পরিষদের সকল কর্মচারিরা অফিস করতে এসেও কাজ কর্মস্থলে যেতে পারছেন না। অফিসের প্রবেশমুখ ও ভবনের মূল ফটক তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
নাগরিক পরিষদেরচেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে চেয়ারম্যান ক্যাশৈহ্লা ও সদস্যদের যোগসাজশে বৈষম্যমূলক নিয়োগ, অস্তিত্ব বিহীন ভুয়া প্রকল্প বানিয়ে সরকারি টাকা আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত ছিলেন। যার ফলে তিনি বর্তমান পরিস্থিতিতে পলাতক রয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দ্রুত পরিবর্তন করে নতুন চেয়ারম্যান-সদস্য নিয়োগ না দেয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।