নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
পাহাড় আর পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে, তীব্র তাপদাহ আর বৈশিক উষ্ণতা থেকে রক্ষা এবং পরিবেশের ভারসম্য রক্ষায় সকলের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। বুধবার দুপুরে বান্দরবানের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দীন এমন মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, পার্বত্য জেলা বান্দরবানের নদী-নালা, ঝিরি-ঝর্ণা, বন রক্ষার মাধ্যমে জেলার প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে না পারলে আগামীতে আমাদের আরো তীব্র তাপদাহে পুড়তে হবে। তাই পরিবেশ রক্ষায় বন উজাড়, পাহাড় কাটা বন্ধ, পলিথিনের ব্যবহার বন্ধের মাধ্যমে পরিবেশ সুরক্ষা সকলকে এগিয়ে আসার অহŸান জানান।
বুধবার সকালে ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশে দিবস। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যলয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দীন, ডেপুটি সিভিল সার্জন ডা. নয়ন সালা উদ্দীন, পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. ফখরুদ্দিন।