বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানের মেঘলা পর্যটন এলাকায় দম্পতি ছিনতাইকারীদের ছুরি আঘাতে ঘটনায় ছিনতাইকারী ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, গত সোমবার বান্দরবানের ঘুরতে আসা এক দম্পতির পর্যটকদের ছিনতাইয়ের ঘটনাটি হয়। এসময় এক পর্যটকে পেটে ছুড়ি মেরে মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পুলিশ অভিযান চালিয়ে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- আব্দুর রহমান ওরফে বাছা (২৮) এবং মহিউদ্দিন (২২)। তারা বান্দরবান পৌর এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, পর্যটককে ছুরিকাঘাত ছিনতাইয়ের ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মুন্না নামে আরো একজন ছিনতাইকারীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।