বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে নতুন বছরের প্রথমদিনেই কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সোমবার সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলনায়তনে প্রাথমিকের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নিবার্হী অফিসার উম্মে হাবিবা মীরা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফরিদুল আলম হোসাইনী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল মান্নান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজীব কুমার বিশ্বাস, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পদ বড়ুয়া, আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহেদুল আলমসহ প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শিক্ষা বিভাগের তথ্যমতে, বান্দরবান জেলায় এই বছর ৪৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে মোট (৩,৭৪,৬৩৩) তিন লক্ষ ৭৪ হাজার ৬ শত ৩৩টি বই বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ভাষা চাকমা ১৪ শত ৩৫টি, মারমা ১৪হাজার ১শত ৫টি ও ত্রিপুরা ভাষায় ৪ হাজার ৮শত ৮০টি প্রাক প্রাথমিকে, প্রথম থেকে প ম শ্রেণীর ছাত্র-ছাত্রীকে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ভাষায় বই বিতরণ করা হচ্ছে। অন্যদিকে জেলার ১০০টি মাধ্যামিক বিদ্যালয়ে ৮ লক্ষ ৪০ হাজার বই বিতরণ করা হচ্ছে।