নিজস্ব প্রতিবেদক,বান্দরবান
বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবীতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপির দুগ্রুপের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে বান্দরবানে জজকোর্টস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবীতে পদযাত্রা কর্মসূচী করে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এবং সাধারণ সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। কর্মসূচীতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, বিএনপি নেতা শাহাদত হোসেন, রিটল বিশ্বাস প্রমুখ।
অপরদিকে তারও আগে জেলা শহরের চৌধুরী মার্কেটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীর নেতৃত্বে বিএনপির আরেকটি গ্রুপ পদযাত্রা কর্মসূচী পালন করেছে। কর্মসূচীতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক মো: ওসমান গনি, যুগ্ম সম্পাদক মুজিবুর রশীদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, দৌলতুল কবীর খান, স্বেচ্ছাসেবক দলনেতা আলী হায়দার বাবলু প্রমুখ। এদিকে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় বিএনপির দুগ্রুপের নেতাকর্মীরা পদযাত্রা কর্মসূচীতে অংশ নেন।
পদযাত্রা কর্মসূচীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন’সহ গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে নেমেছে বিএনপির নেতাকর্মীরা। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবী জানাচ্ছি। দেশে বর্তমানে কোনো গনতন্ত্র নেই, মানুষের কথা বলার স্বাধীনতা নেই। এই সরকারের পতনের মধ্যে দিয়ে পুনরায় দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন কর্মসূচী চালিয়ে যাবে। কোনো ভয়ভীতি, মামলক হামলা করে আন্দোলন বন্ধ করতে পারবেনা।