বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলায় ৬শ শিক্ষার্থীর ১২০টি প্রকল্প স্থান পেয়েছে। রহস্য উন্মোচনে বিজ্ঞান এই প্রতিপাদ্য নিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে আয়োজিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান এএফডাব্লিউসি, পিএসসি।
এ সময় বিশেষ অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডারের পতœী মাহমুদা আক্তার। ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান সিরাজ ভূঁইয়াসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে বিজ্ঞান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনী চর্চায় এগিয়ে আসছে। এ সময় তিনি উদ্ভাবনী মডেল প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।