বিশেষ প্রতিবেদক, বান্দরবান
নানা আয়োজনে বান্দরবানে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এ শ্লোগান নিয়ে বান্দরবান জেলা প্রশাসকের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঞ্জুরুল হক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, মূখ্য আলোচক সহকারী অধ্যাপক বান্দরবান সরকারি কলেজ বিপন চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নানসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, শিক্ষকতা একটি মর্যাদাসম্পন্ন পেশা। প্রতিটি মা-বাবার পরেই শিক্ষার্থীর দ্বিতীয় অভিভাবক হচ্ছেন শিক্ষক। এজন্য মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকের ভূমিকা সবচেয়ে বেশি। একজন শিক্ষক প্রতিটি শিক্ষার্থীদের কাছে একজন গাইডার ও মেন্টর হিসেবে কাজ করেন।
শিক্ষকরা বলেন, গুণগত শিক্ষা প্রদান ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের যথাযোগ্য সম্মান ও জীবনমান উন্নয়নের ওপর নজর দেয়া উচিত বলেও মনে করেন।