বিশেষ প্রতিবেদক, বান্দরবান ॥
পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে সবক্ষেত্রেই। অনগ্রসর পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী ভেবে নিজেকে ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলবে না। প্রতিযোগিতার এ যুগে কঠোর পরিশ্রম করে টিকে থাকতে হবে। বর্তমান সরকার পার্বত্যবাসীর উন্নয়ন আন্তরিক। এই অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন ধরণের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে পাহাড়ে। যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হয়েছে। শনিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অডিটরিয়ামে আয়োজিত বাংলাদেশ ম্রো ছাত্র সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লেখক সিং ইয়ং ম্রো, টংকাবতী ইউপি চেয়ারম্যান মায়ং ম্রো প্রদীপ, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, সুয়ালক ইউপির সাবেক চেয়ারম্যান রাংলাই ম্রো, থানচি সদর ইউপি চেয়ারম্যান অং প্রু ম্রো, কাইংওয়াই ম্রো, বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি চ্যং লক ম্রো বক্তব্য রাখেন।
মন্ত্রী আরও বলেন, আগে বান্দরবান জেলায় শুধুমাত্র একটি কলেজ ছিল, বর্তমানে ১৪টি কলেজ হয়েছে। রুমা, রোয়াংছড়ি, থানচি কলেজ হয়েছে। জুম চাষীদের সন্তানেরা এখন ঘরের ডাল ভাত খেয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করে উচ্চ শিক্ষা লাভ করার পথটা সুগম হয়েছে। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এটা সম্ভব হয়েছে।