বিশেষ প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে অসচ্ছল গরীব ২০ রিকশা চালকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ রিকশা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বান্দরবান স্থানীয় রাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ৬ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে জেলা সদরের ২০ জন অসচ্ছল রিকশা চালকদের মাঝে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিকভাবে রিকশাগুলো বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিইয়ং ¤্রাে, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাওসার হোসেন, সহকারি পুলিশ সুপার মোজাফ্ফর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যন একেএম জাহাঙ্গির, বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, নবনির্বাচিত মেয়র সামসুল ইলাম, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছায় পার্বত্যাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে। পার্বত্যাঞ্চলের শান্তি সম্প্রীতি বজায় থাকলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি’র ২৬টি উপজেলায় সাড়ে ৭’শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। স্থানীয় সরকার অবকাঠামো উন্নয়নে এর আগেও সাড়ে ৩’শ কোটি টাকার প্রকল্প একনেকে পাশ হয়েছে। এছাড়া লামা পৌরসভার পানির সমস্যা দূরীকরণে প্রায় ২’শ কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে। রাঙামাটি ও খাগড়াছড়িতে প্রায় ২’শ কোটির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। চলমান উন্নয়ন কাজগুলো শেষ হলে পার্বত্যাঞ্চলের চেহারা পাল্টে যাবে।