বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে সীমিত পরিসরে পর্যটন খুলে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পর্যটন ব্যবসায়ী সমন্বয় পরিষদ। সোমবার বিকালে সাড়ে চারটায় বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পর্যটন ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহবায়ক ও ট্যুরিস্ট পরিবহন মালিক সমিতির সভাপতি মো. নাছিরুল আলম।
এসময় অন্যদের মধ্যে পর্যটন ব্যবসায়ী সমন্বয় পরিষদের সদস্য সচিব ও জেলা হোটেল ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি সালেহ আহমেদ, পর্যটন ব্যবসায়ী আরিফ শিশির উপস্থিত ছিলেন।
সমন্বয় পরিষদের আহবায়ক মো. নাছিরুল আলম বলেন, পর্যটন শিল্প হচ্ছে পার্বত্য জেলা বান্দরবানের অর্থনৈতিক চালিকার শক্তির মূল চাকা। দীর্ঘ কয়েকবছর ধরে দেশের অস্থিতিশীল নানা পরিস্থিতির কারণে পর্যটন শিল্প বর্তমানে ধংসের দারপ্রান্তে দাড়িয়েছে। দেশ নতুন করে স্বাধীন হবার পর ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখেছিল পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত হলো পর্যটনের ভরা মৌসুম।
কিন্তু পর্যটন মৌসুমের শুরুতেই ফের পার্বত্য জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞার খবরে হতাশ পর্যটন সংশ্লিষ্ট সবধরনের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়াটা মুখ চেপে ধরে পর্যটনকে হত্যার সামিল। এই অঞ্চলের খেটে খাওয়া মানুষদের বেঁচে থাকার শেষ সম্বল সীমিত পরিসরে পর্যটন খুলে দেয়ার দাবি জানাচ্ছি।
আবাসিক হোটেল ওনার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বলেন, বান্দরবান হচ্ছে সম্প্রীতির জেলা। দেশের অন্যান্য জেলাগুলোর তুলনায় শতভাগ নিরাপদ ও শান্তিপূর্ণ। এই অঞ্চলের ধনীগরীব সবাই এবং শহর ও প্রত্যন্তঞ্চলের মানুষজনেরা পর্যটন শিল্পের সঙ্গে জড়িত। কোভিড১৯ ক্ষতির পর কুকি-চিন অস্থিরতা, প্রাকৃতিক দূর্যোগ, রাজনৈতিক অস্থিরতা নানা কারণে মুখ থুবড়ে পড়েছে পর্যটন শিল্প। নতুন করে অনিবার্য কারণবশত আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান জেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার মৌখিক পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক। এটি কার্যকর হলে এই অঞ্চলের পর্যটন শিল্প পুরোপুরি ধংস হয়ে যাবে। নির্দেশনা প্রত্যাহার করে আগেরমত সীমিত পরিসরে পর্যটন খোলা রাখার দাবী জানাচ্ছি। অন্যতায় স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা টোটাল শাটডাউন ঘোষণার মত কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব।
প্রসঙ্গত, অনিবার্য কারণবশত আগামী ৮অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান জেলায় ভ্রমণ থেকে সকল পর্যটকদের বিরত থাকার পরামর্শ দেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।