বিশেষ প্রতিবেদক, বান্দরবান ॥
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন? বিষয়টি নিয়ে শনিবার চট্টগ্রামে একটি রেস্টুরেন্টে মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য তিন প্রার্থীর সঙ্গে বৈঠক করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
বৈঠকে অংশ নেয় সম্ভাব্য হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক মাম্যা চিং, জেলা বিএনপির আহবায়ক সাচিংপ্রু জেরি এবং জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। অনুষ্ঠিত এ বৈঠকে বান্দরবান জেলা বিএনপিতে ঐক্য সৃষ্টি এবং দলীয়ভাবে যাকেই ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়া হবে, তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়েই সবাই কাজ করার বিষয়ে একমত পোষণ করে মনোনয়ন প্রত্যাশী হেভিওয়েট সম্ভাব্য তিন প্রার্থী।
মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরি বলেন, বৈঠকে আলোচনা হয়েছে কেন্দ্র থেকে একজনকে দলীয় মনোনয়ন দেয়া হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে নমিনেশন দেবেন তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে আমরা সকলেই কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করেছি।
মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মাম্যা চিং বলেন, গুরুত্বপূর্ণ ঐ বৈঠকে আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন এবং সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দলের সিদ্ধান্তই আমাদের সবার সিদ্ধান্ত এবং বিএনপির হাইকমান্ডের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলে একমত পোষণ করেছি।
মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা বলেন, দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তেই চূড়ান্ত হবে দলীয় মনোনয়ন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কোনো বিভক্তি নয়, বরং ঐক্যই হবে আমাদের প্রধান শক্তি। বৈঠকে ঐক্যমতের বিষয়ে সকলেই একমত পোষণ করেছি। আমরা চাই, সবাই মিলে সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, সম্ভাব্য তিন প্রার্থীর সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকেই ধানের শীষের মনোনয়ন দেবেন, তার পক্ষেই সকলকে কাজ করতে হবে বিষয়টির ওপরে জোর দেয়া হয়। বৈঠকে মনোনয়ন প্রত্যাশী মাম্যাচিং, সাচিংপ্রু জেরী এবং জাবেদ রেজা তিন জনই উপস্থিত ছিলেন। বৈঠকে কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে বিভক্তি সৃষ্টির চেষ্টা করার সুযোগ নেই বলে অভিমত ব্যক্ত করা হয়।
এদিকে চট্টগ্রামে বিএনপির সম্ভাব্য তিন প্রার্থীর সঙ্গে দলীয় মনোনয়ন নিয়ে প্রাথমিক বৈঠকের খবরে নড়েচড়ে বসেছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। আগামী সংসদ নির্বাচনকে ঘিরে এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিএনপির সাধারণ নেতাকর্মীরা। প্রার্থী কে হচ্ছেন সেটি নিশ্চিত না হলেও জেরী, মাম্যাচিং এবং জাবেদ রেজা তিন জনের একজনই ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন পাচ্ছেন সেটি অনেকটাই নিশ্চিত।

