বিশেষ প্রতিবেদক, বান্দরবান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং শেষ নির্বাচনী প্রচারণার জনসভায় ভোটারদের উদ্দেশ্য বলেছেন, আপনারা আমার জন্য একদিন লাইনে দাঁড়িয়ে ভোট দেবার কষ্ট করেন, আমি আপনাদের সেবায় আগামী ৫ বছর কষ্ট করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে উন্নয়নে বদলে গেছে বাংলাদেশ। উন্নয়নের ছোঁয়ায় বদলেছে পার্বত্য চট্টগ্রামও। গানের সুরে বলেন, বান্দরবান বদলে গেছে, যা দেখি নতুন লাগে। বৃহস্পতিবার বিকালে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে আয়োজিত নৌকার শেষ নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈ হ্লা, সিনিয়র সভাপতি আবদুর রহিম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌরসভার মেয়র সামশুল ইসলাম, পৌরশাখা আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাস’সহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র উপস্থিত ছিলেন।
এদিকে জনসভার আগে জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরা মিছিল, জনসংযোগ চালিয়ে জড়ো হয় সমাবেশস্থলে। সেখান থেকে নৌকার প্রার্থীর নেতৃত্বে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয় বান্দরবান জেলা শহরে।