বান্দরবানে সরকারী শিশু পরিবারের অনাথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বান্দরবান সদরের কালাঘাটায় অবস্থিত শিশু সদনের (শিশু পরিবার) শতাধিক অনাথ শিশুদের আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র শিকদার।
এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, শিশু সদনের পরিচালক শফিকুর রহমান, পৌর কাউন্সিলর অজিত দাশসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূখ্য নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র শিকদার বলেছেন, শীতের তীব্রতা বাড়ছে, কাঁপছে পাহাড়ের হত-দরিদ্র শীতার্ত মানুষেরা। সরকারী সংস্থাগুলোর পাশাপাশি সমাজের বৃত্তশালীদেরও শীতার্ত মানুষের সহযোগীতায় এগিয়ে আসা প্রয়োজন। আপনার সামান্য সহযোগীতায় শীতার্ত মানুষের দুঃখ লাঘব হবে। শীতার্ত গরীব-অসহায় মানুষগুলো ঠান্ডায় আর কষ্ট পাবে না।
জেলা পরিষদ সূত্র জানায়, জেলা সদরের বিভিন্ন অনাথালয় এবং দূর্গমাঞ্চলগুলোতে শীতার্ত মানুষদের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।