নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে দুই উপজেলায় ৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে মো. আব্দুল কুদ্দুছ (বহিষ্কৃত জেলা বিএনপির সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উপদেষ্টা) ১৯ হাজার ১৪৪ ভোট পেয়ে এবং আলীকদম উপজেলায় দোয়াত কলম প্রতীকে মো. জামাল উদ্দিন (আওয়ামীলীগ) ৯ হাজার ৪৭০ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
সদরে নিকটতম প্রতিদ্ব›দ্বী একেএম জাহাঙ্গীর (আওয়ামীলীগ) আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৬৬ ভোট। অপরদিকে আলীকদম উপজেলায় নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. আবুল কালাম (বহিষ্কৃত বিএনপি ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সভাপতি) আনারস পেয়েছেন ৭ হাজার ৪১৫ ভোট।
অপরদিকে সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে মো. ফারুক আহমে (আওয়ামীলীগ) ১৩ হাজার ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রজ্ঞাসার বড়ুয়া পাপন (টিয়া পাখী) পেয়েছে ৭ হাজার ৭৫১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ হাজার ৯০ ভোট পেয়ে প্রজাপতি প্রতীকে মেহাইনু মারমা (আওয়ামীলীগ) নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী পেয়েছে সানজিদা আক্তার (কলস) পেয়েছে ৫ হাজার ৮০৬ ভোট। অপরদিকে আলীকদম উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে মো. রিটন (বহিষ্কৃত বিএনপি) ৯ হাজার ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. কফিল উদ্দিন (টিউবওয়েল) পেয়েছে ৭ হাজার ৩১৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে শিরিনা আক্তার (বহিষ্কৃত জেলা মহিলা বিএনপির যুগ্ম সম্পাদক) ৮ হাজার ৫৮৪ পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ইয়াসমিন আক্তার (পদ্মফুল) প্রতীক পেয়েছে ৭ হাজার ৪৭২ ভোট।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ৬৬টি ভোট কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।